ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

নওগাঁয় ব্যবসায়ীদের সঙ্গে ভারতের সহকারী হাইকমিশনারের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৭, ডিসেম্বর ১১, ২০১৬
নওগাঁয় ব্যবসায়ীদের সঙ্গে ভারতের সহকারী হাইকমিশনারের মতবিনিময়

নওগাঁর ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়।

নওগাঁ: নওগাঁর ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টোপাধ্যায়।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে নওগাঁ চেম্বার ভবনে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, পরিচালক আব্দুল খালেক, অমিয় কুমার দাস, জেলা চালকল মালিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, বেলকোন কোম্পানির চেয়ার‌ম্যান মো. বেলাল হোসেন, চাল ব্যবসায়ী মো. নুরুল ইসলাম প্রমুখ।

সভায় বাংলাদেশ-ভারতের ব্যবসা ও ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি ভিসা সহজ করার ব্যাপারে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।