ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে টিফিন ক্যারিয়ার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, নভেম্বর ১৪, ২০১৬
ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে টিফিন ক্যারিয়ার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে এলজিএসপির সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়েছে।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে এলজিএসপির সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়েছে।

 

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে রুহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাদেক কুরাইশী, সহ সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাশু দত্ত টিটো প্রমুখ।

অনুষ্ঠান শেষে ওই ইউনিয়নের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।