ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

বগুড়ায় শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৭, নভেম্বর ১৪, ২০১৬
বগুড়ায় শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বগুড়া: বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে শহরের চারমাথা বাস টার্মিনালে এ উপলক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

এছাড়া অনুষ্ঠানে জেলা মোটর মালিক গ্রুপের সদস্য শাহ মো. আখতারুজ্জামান ডিউক, নুর উদ্দিন শেখ দুলাল, প্যানেল মেয়র আমিনুল ইসলাম, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বগুড়া পৌরসভার প্যানেল মেয়র শামসুদ্দিন শেখ হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রমিক ইউনিয়নের ৩২ জন মৃত সদস্যের পরিবারকে ৩০ হাজার এক টাকা, ৮৪ জন শ্রমিক সদস্যের মেয়ের বিয়ের জন্য ছয় হাজার এক টাকা ও ছয়জন অন্ধ-বৃদ্ধ-পঙ্গু শ্রমিক সদস্যের হাতে ১৫ হাজার এক টাকার অনুদানের চেক তুলে দেন।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬

এমবিএইচ/এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।