ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

দিনাজপুরে জেএসসি পরীক্ষায় ২৩শ’ শিক্ষার্থী অনুপস্থিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, নভেম্বর ১৪, ২০১৬
দিনাজপুরে জেএসসি পরীক্ষায় ২৩শ’ শিক্ষার্থী অনুপস্থিত

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে জেএসসি’র দশম দিনের পরীক্ষায় দুই হাজার তিনশ’ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

দিনাজপুর: দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে জেএসসি’র দশম দিনের পরীক্ষায় দুই হাজার তিনশ’ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

 

সোমবার (১৪ নভেম্বর) সকালে ‘কর্ম ও জীবনমূখী শিক্ষা’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিকেলে দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. রাকিবুল ইসলাম অনুপস্থিতির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, ২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় দুই লাখ নয় হাজার ৭৯১ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে দশম দিনের পরীক্ষায় ২ লাখ ৭ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী পরীক্ষা লিখেছে ও ২ হাজার ৩শ’ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

তিনি আরও জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ৩ হাজার ১৫৩ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৫০টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে জেএসসি পরীক্ষায় অংশ করেছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।