ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

লক্ষ্মীপুরে যুব কাবাডি প্রতিযোগিতা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, নভেম্বর ১৪, ২০১৬
লক্ষ্মীপুরে যুব কাবাডি প্রতিযোগিতা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুরে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা-২০১৬ শুরু হয়েছে।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা-২০১৬ শুরু হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) বিকেলে ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি (বিপিএম) মো. সফিকুল ইসলাম।

উদ্বোধনী খেলায় লক্ষ্মীপুর বনিক সমিতি ও রামগতি থানা কাবাডি দল অংশ নেয়।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। এছাড়াও আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহনেওয়াজ, সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউছার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল হাসান রনি ও তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন প্রমুখ।
 
প্রসঙ্গত, আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতায় লক্ষ্মীপুর জেলার পাঁচটি উপজেলা থেকে আটটি দল অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘন্টা, নভেম্বর ১৪, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।