ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

যাত্রাবাড়িতে গৃহবধূর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩২, নভেম্বর ১৩, ২০১৬
যাত্রাবাড়িতে গৃহবধূর আত্মহত্যা

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় মেঘলা আক্তার মুক্তা (২৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় মেঘলা আক্তার মুক্তা (২৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রোববার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ির মাতোয়াইল এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুক্তা ঢাকার ওয়ারির নারিন্দা এলাকার মৃত আব্দুল করিমের মেয়ে এবং ফলব্যবসায়ী আমিনুল ইসলামের স্ত্রী। তিনি তার স্বামী ও তিন সন্তানসহ যাত্রাবাড়ির ওই বাসায় থাকতেন।

নিহতের ছোট ভাই হৃদয় বাংলানিউজকে জানান, রোববার রাত সাড়ে ১১টায় ঝগড়া মুক্তা ও আমিনুলের মধ্যে ঝগড়া লাগে। এ সময় আমিনুল মারধর করলে মুক্তা বাসার একটি কক্ষে ঢুকে দরজা বন্ধ করে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

হৃদয় আরও জানায়, এ ঘটনায় জানার পর এলাকাবাসী আমিনুলকে ওই বাসার মধ্যে আটকে রেখেছে।

বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
এজেডএস/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ