ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডা. এম আর খানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, নভেম্বর ৫, ২০১৬
ডা. এম আর খানের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক 

ঢাকা: জাতীয় অধ্যাপক ও প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডা. এম আর খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। একই সঙ্গে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

 

শনিবার (০৫ নভেম্বর) পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ শোক জানিয়েছেন।  

শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, জাতি চিরদিন ডা. এম আর খানের শিশুরোগ চিকিৎসায় অবদানের কথা গভীরভাবে স্মরণ রাখবে। তার মৃত্যুতে জাতি একজন বিখ্যাত শিশু বিশেষজ্ঞকে হারালো।

রাষ্ট্রপতি প্রয়াত ডা. খানের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং সেই সঙ্গে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে পৃথক বার্তায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে বলা হয়, ডা. এম আর খানের মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।  

এর আগে শনিবার বিকেল ৪টা ২৫মিনিটে রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডা. এমআর খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬ 
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।