ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, নভেম্বর ১, ২০১৬
ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ রতন মণ্ডল (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটক রতন মণ্ডল চুয়াডাঙ্গা জেলার দর্শনা মোবারকপুর এলাকার আব্বাস মণ্ডলের ছেলে।

ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬), সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে, এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালায় ৠাব।

এসময় ৫০ বোতল ফেনসিডিলসহ রতন মণ্ডলকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।