ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বগুড়ায় ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, অক্টোবর ৩১, ২০১৬
বগুড়ায় ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়া: নানা আয়োজনের মধ্য দিয়ে বগুড়া জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।  
 
সোমবার (৩১ অক্টোবর) দুপুরের পর শহরের দত্তবাড়ী ক্রীড়া সংস্থা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।


 
শোভাযাত্রাটি শহরের বড়গোলা, কবি কাজী নজরুল ইসলাম সড়ক, সাতমাথাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দত্তবাড়ী গিয়ে শেষ হয়।
 
পরে সেখানে ওই সংগঠনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
 
সভায় বগুড়া সদর আসনের এমপি নুরুল ইসলাম ওমর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।  
 
এছাড়া সভায় জাতীয় শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর সংগঠনের প্রধান উপদেষ্টা কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, জাতীয় শ্রমিক ফেডারেশন বগুড়া জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি সালেহা সুলতানা, জেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুনছুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, আনারুল ইসলাম, জাহিদুল ইসলাম, ইয়াছিন আলী প্রমুখ বক্তব্য রাখেন।  
 
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।  
 
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমবিএইচ/এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।