ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফরিদগঞ্জে জালভোট দেওয়ায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, অক্টোবর ৩১, ২০১৬
ফরিদগঞ্জে জালভোট দেওয়ায় যুবকের কারাদণ্ড

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় জালভোট দেওয়ার দায়ে মো. শাকিল (১৭) নামে যুবককে ১০ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে স্থগিত হওয়া উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা এ আদেশ দেন।

শাকিল উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের আলোনিয়া গ্রামের মো. ইসমাইলের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেম জানান, ওই কেন্দ্রে দুপুর ১২টায় শাকিল এক মেম্বারের পক্ষে জালভোট দিচ্ছিলেন। পরে তাকে আটক করে ১০ দিনের সাজা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।