ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বখাটের শাস্তির দাবিতে কলাপাড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, অক্টোবর ৩১, ২০১৬
বখাটের শাস্তির দাবিতে কলাপাড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মিরাজ হাওলাদকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী ও অভিভাবকরা হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে।

গত ২২ আক্টোবর কলাপাড়ার ধানখালী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধানখালী কলেজ বাজারের রাস্তায় গতিরোধ করে বখাটে জুয়েল মুন্সী, নিতাই ধোপাসহ বেশ কয়েকজন উত্ত্যক্ত করে।

এসময় ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মিরাজ হাওলাদার বখাটেদের বাধা দিলে তারা সটকে পড়ে। ওইদিনই সন্ধ্যায় বখাটেরা মিরাজকে কুপিয়ে জখম করে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ওই বখাটেরা স্কুলে যাওয়া-আসার সময় প্রায়ই ছাত্রীদের গতিরোধ করে নানা ধরনের অশ্লীল উক্তি করে।

তারা এই বখাটেদের হাত থেকে বাঁচতে ও হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।