ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে মাদকবিরোধী আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, অক্টোবর ৩১, ২০১৬
নীলফামারীতে মাদকবিরোধী আলোচনা সভা

নীলফামারী: মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নীলফামারী জেলা শহরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাদকবিরোধী আলোচনা সভা হয়েছে।

 

সোমবার (৩১ অক্টোবর) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় সচেতনতামূলক এ আলোচনা সভার আয়োজন করে।


 
এতে সভাপতিত্ব করেন কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব আবুল কালাম। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব মো. জাকীর হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।

সভায় মাদকের বিরুদ্ধে সচেতনা সৃষ্টি, মাদকাসক্ত শিক্ষার্থীদের মাদকের থাবা থেকে বিরত রাখা ও দেশে মাদকবিরোধী কায্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এসময় ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।