ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

অজ্ঞানপার্টির খপ্পরে অচেতন যুবক ঢামেকে ভর্তি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, অক্টোবর ৩১, ২০১৬
অজ্ঞানপার্টির খপ্পরে অচেতন যুবক ঢামেকে ভর্তি

ঢাকা: রাজধানীর গুলিস্তান এলাকায় ওয়াজেদ আলী (৩৫) নামে এক যুবক অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন।

 

তাকে অচেতন অবস্থায় সহকর্মীরা উদ্ধার করে সোমবার (৩১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

জানা যায়, তার কাছ থেকে দুই লাখ ৮০ হাজার টাকা খোয়া গেছে।

 

ওয়াজেদ আলী রাজধানীর মহাখালী এলাকায় অবস্থিত একটি অনলাইন সার্ভিস প্রতিষ্ঠানের চাকরি করেন।

ওই প্রতিষ্ঠানের হিসাবরক্ষক রুবেল হোসেন বাংলানিউজকে জানান, সকালে মিরপুর পল্লবী এলাকা থেকে টাকা সংগ্রহ শেষ ওয়াজেদ অফিসে ফেরার সময় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬

এজেডএস/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।