ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বগুড়ায় সচেতন নাগরিক কমিটির মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, অক্টোবর ৩১, ২০১৬
বগুড়ায় সচেতন নাগরিক কমিটির মানববন্ধন

বগুড়া: আসন্ন কপ-২২ মারাকাশ সম্মেলনকে সামনে রেখে ‘অভিযোজন অর্থায়নে ঋণ নয়, চাই ক্ষতিপূরণ’ এই প্রতিপাদ্য নিয়ে বগুড়ায় সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে শহরের সাতমাথায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সনাক’র জেলা কমিটির সভাপতি বজলুল করিম বাহার, সহ-সভাপতি মাসুদুর রহমান হেলাল, নিভা রানী সরকার প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু অর্থায়নে উন্নত দেশের প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রয়োজন। সবুজ জলবায়ু তহবিল হতে তহবিল সংগ্রহ এবং তা ব্যবহারে স্বচ্ছতা থাকতে হবে।

তহবিলের জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিতের দাবিও জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।