ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সুন্দরগঞ্জে পরিত্যক্ত শটগান উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, অক্টোবর ৩১, ২০১৬
সুন্দরগঞ্জে পরিত্যক্ত শটগান উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিশ্বাস হলদিয়া (চৌধুরী ভিটা) গ্রামে অভিযান চলিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে উদ্ধার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বাংলানিউজকে জানান, বিশ্বাস হলদিয়া গ্রামের আমিনুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ির উঠানে পাতা বেঞ্চের নিচে একটি শটগান পড়ে ছিল। স্থানীয়দের কাছে এ খবর পেয়ে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় শটগানটি উদ্ধার করা হয়। তবে শটগানটি অকেজো।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।