ঢাকা, শুক্রবার, ১৪ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সিলেটে ৩০৭ বোতল মদ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, অক্টোবর ৩১, ২০১৬
সিলেটে ৩০৭ বোতল মদ জব্দ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট সীমান্তে পৃথক অভিযানে ৩০৭ বোতল মদের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (৩১ অক্টোবর) দুপুরে সিলেট-৫ বিজিবির অতিরিক্ত পরিচালক এএসএম লুৎফুল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে কোম্পানীগঞ্জে উৎমা সীমান্তে ফাঁড়ির হাবিলদার মো. জমসেদ আলী খানের নেতৃত্বে বিজিবির টহল দল সীমান্তের ১২৫৬ মেইন পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে নোয়াগাঁও ঝুপরিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২১৭ বোতল মদ জব্দ করা হয়।

এছাড়া ভোরে কালাইরাগ সীমান্ত ফাঁড়ির হাবিলদার গোলাম মোস্তফার নেতৃত্বে টহল দল ১২৫৫ মেইন পিলার সংলগ্ন এলাকায় বাংলাদেশের অভ্যন্তর বরমসিদ্দিপুর এলাকা থেকে ৯০ বোতল মদ জব্দ করা হয়।

তবে উভয় অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। বিজিবি-৫ ব্যাটালিয়ন সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালান বোধসহ সব ধরনের অপরাধ দমনে তৎপরতা রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন বিজিবির এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬

এনইউ/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।