ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

ফুটবলের মাধ্যমে বিজিবির মাদকবিরোধী প্রচারণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, জানুয়ারি ২৯, ২০১৬
ফুটবলের মাধ্যমে বিজিবির মাদকবিরোধী প্রচারণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): সমাজ থেকে মাদক নিমূর্ল ও অবৈধ মাদক ব্যবসা বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে যশোরের শার্শায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে শার্শার কাশিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রামবাসীর মধ্যে এ খেলার আয়োজন করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিজিবি রিজিয়ন।



খোলায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কাশিপুর একাদশ ১-০ গোলে বেলতা ফুটবল একাদশকে পরাজিত করে। পরে বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রি. খোন্দকার ফরিদ হাসান প্রধান অতিথি হিসেবে খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার কর্নেল খলিলুর রহমান, যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন, লে. কর্নেল মুজিবুল হক, লে. কর্নেল রেজা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ পরিচালক নাজমুল ইসলাম, ডিহি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, প্রেসক্লাব বেনাপোলের সাধারণ সম্পাদক বকুল মাহবুব প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।