ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে ভারতীয় সেনা পোশাকসহ বাবা-ছেলে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, জানুয়ারি ২৯, ২০১৬
খাগড়াছড়িতে ভারতীয় সেনা পোশাকসহ বাবা-ছেলে আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ির জেলা সদরের বিজিতলা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি এবং ভারতীয় সেনাবাহিনীর পোশাকসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি সেনা জোনের একটি দল এ অভিযান চালিয়ে তাদের আটক করে।



আটকরা হলেন, খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের মেম্বর কালি বন্ধু ত্রিপুরা (৪৫) এবং তার ছেলে যতন ত্রিপুরা।

এসময় তাদের কাছ থেকে ২টি দেশীয় বন্দুক, ৩ রাউন্ড গুলি, ভারতীয় সেনাবাহিনীর পোশাক, ভারতীয় মুদ্রা ও একটি বাইনোকুলার উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর নাছির উল হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ির বিজিতলা সেনা ক্যাম্পের একটি দল বিজিতলা এলাকায় সদর ইউনিয়নের মেম্বর কালি বন্ধু ত্রিপুরার বাসায় অভিযান চালায়।

এসময় অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ কালি বন্ধু ত্রিপুরা ও তার ছেলে যতন ত্রিপুরাকে আটক করা হয়।

আটক দু’জনকে খাগড়াছড়ি সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।