ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে মাদকমুক্ত সমাজের লক্ষ্যে শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, জানুয়ারি ২৯, ২০১৬
নারায়ণগঞ্জে মাদকমুক্ত সমাজের লক্ষ্যে শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: `মাদকমুক্ত সমাজ চাই, সুস্থ সবল দেহ চাই’ এই স্লোগানে পারফেক্ট অ্যান্ড ফেমাস জিমের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শোভাযাত্রা করা হয়েছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের কাশীপুর হাটখোলা থেকে শোভাযাত্রাটি বের করা হয়।

শোভাযাত্রাটি ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পারফেক্ট অ্যান্ড ফেমাস জিমের পরিচালক এনামুল হক ফেরদৌসের নেতৃত্বে শোভাযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, নারায়ণগঞ্জ জেলা প্রেসকাবের সহ-সভাপতি শহীদুল্লাহ শিশির, সমাজসেবক পারভেজ, স্থানীয় ডাক্তার আমান উল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
টিআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।