ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় নসিমন চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২০, জানুয়ারি ২৮, ২০১৬
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় নসিমন চালক নিহত

রাজশাহী: রাজশাহীতে ট্রাকের ধাক্কায় আবুল কালাম আজাদ (৩৫) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় অপর এক ব্যক্তি আহত হয়েছেন।



বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খড়খড়ি মসলেমের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজাদ পুঠিয়া শিবপুর এলাকার বাসিন্দা। আহত আনারুল ইসলাম (৩০) একই এলাকার সোনারুল ইমলামের ছেলে।

আহত আনারুলকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নসিমন চালক আজাদ ও আনারুল পুঠিয়া থেকে নওদাপাড়া আমচত্ত্বর এলাকার দিকে আসছিলেন। মসলেমের মোড়ের কাছে আসার পর বেলপুকুরের দিকে যাওয়া একটি ট্রাক ওই নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কালাম মারা যান। পরে স্থানীয়রা আহত আনারুল ইসলামকে রামেক হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে থানায় মামলা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময় : ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএস/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।