ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

বৈদাশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পোশাক শ্রমিকদের

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৪, জানুয়ারি ২৮, ২০১৬
বৈদাশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পোশাক শ্রমিকদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে বৈদাশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পোশাক কারখানার শ্রমিকরা। অর্থনীতির চাকা সচলও রাখছেন তারা।

অথচ তাদের জীবন স্বল্প পয়সায় কীভাবে কাটে কারো সেদিকে নজর নেই।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ‘সাসটেইনেবল বাংলাদেশ আরএমজি অ্যান্ড টেক্সটাইল সেক্টর থ্রু কনটিনিউস ইমপ্রুভমেন্ট ফর লেবার গাইডস অ্যান্ড ফ্যাক্টরি সেফটি ফ্রম ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তরা এসব কথা জানান।

আলোচনায় অংশ নেন শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের সচিব মাইকেল শিপার, পোশাক শ্রমিক নেতা কল্পনা আক্তার, জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আক্তার, ইউরোপিয়ান কমিশনের প্রতিনিধি অ্যাড্রেজ জুলি, যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি মিস শরাফক্স, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বিশেষ উপদেষ্টা ড্যান্ট কনো প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসএস/টিআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।