ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

শরীয়তপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৭, জানুয়ারি ২৮, ২০১৬
শরীয়তপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলার পুর্ব সোনামুখী গ্রামে জেবুন্নেছা (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৭ জানুয়ারি) দিনগত রাতে এ হত্যার ঘটনা ঘটে।



জেবুন্নেছা ওই গ্রামের পোল্যান্ড প্রবাসী মজিবুর রহমান বেপারির স্ত্রী।

নিহত গৃহবধূর শাশুড়ি জুলেখা বেগম জানান, জেবুন্নেছার দুই ছেলেমেয়ে। তার ছেলে রিজন (৮) স্থানীয় বড় সোনামূখী হাফিজিয়া মাদ্রাসায় পড়ার সুবাদে সেখানেই থাকে। রাতে প্রতিবন্ধী মেয়ে রাইছাকে (৬) নিয়ে নিজের ঘরে জেবুন্নেছা ও পাশের ঘরে তিনি ঘুমাচ্ছিলেন। গভীররাতে রাইসার কান্না শুনে জেবুন্নেছার ঘরে যান তিনি। এসময় অন্ধাকার ঘরে জেবুন্নেছার কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি চিৎকার দিলে তার (জুলেখা) বড় ছেলে করিম বেপারি ও আশপাশের লোকজন এসে লেপের নিচে জেবুন্নেছার মৃতদেহ দেখতে পান।

করিম বেপারি জানান, জেবুন্নেছার মাথায় কোপের চিন্থ ছিল।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।