ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

চাটমোহরে চরমপন্থি নেতার মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৩, জানুয়ারি ২৮, ২০১৬
চাটমোহরে চরমপন্থি নেতার মৃতদেহ উদ্ধার

পাবনা: পাবনার চাটমোহর উপজেলার নেংড়ি গ্রামে সরিষা খেত থেকে আব্দুস সামাদ (৫০) নামে এক চরমপন্থি নেতার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় মৃতদেহটি উদ্ধার করা হয়।



নিহত আব্দুস সামাদের বাড়ি উপজেলার ফৈলজানা ইউনিয়নের নেংড়ি গ্রামে। তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন সর্বহারা পার্টির আঞ্চলিক নেতা।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) নুরুজ্জামান বাংলানিউজকে জানান, রাতের কোনো এক সময় প্রতিপক্ষের লোকজন আব্দুস সামাদকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে তারা আব্দুস সামাদের মাথায় আঘাত করে হত্যা করার পর মৃতদেহ সরিষা খেতে ফেলে রেখে যায়। সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।