ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

সাদুল্যাপুরে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৭, জানুয়ারি ২৮, ২০১৬
সাদুল্যাপুরে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে বিনয় চন্দ্র (৪৫) নামে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

বুধবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়ায় নিজ বাড়ির আঙিনা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।



বিনয় পালানপাড়ার খগেন্দ্র নাথের ছেলে। তিনি স্থানীয় ধাপেরহাট বাজারে কাঁচামাল বিক্রি করতেন।

স্থানীয়রা জানায়, রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হন বিনয়। পরে বাড়ির আঙ্গিনায় তার গলাকাটা মৃতদেহ দেখতে পায় নিহতের স্বজন ও স্থানীয়রা।  

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম ব্যবসায়ীর মৃত্যুর তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।