ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

শীতলক্ষা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, জানুয়ারি ২৭, ২০১৬
শীতলক্ষা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়াঘাট থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় শীতলক্ষা নদীতে ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে নারায়ণগঞ্জ নৌ ফাঁড়ি পুলিশ উদ্ধার করে।



পরে ময়নাতদন্তের জন্য শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি বিকেল সাড়ে ৫টার দিকে খেয়াঘাটে এসে আটকে গেলে যাত্রীরা ফাঁড়িতে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নারায়ণগঞ্জ নৌ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তাহের খান জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।