ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

চাষাঢ়ায় ট্রাক চাপায় শিশু নিহত, ট্রাকে অগ্নিসংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৫, জানুয়ারি ২৭, ২০১৬
চাষাঢ়ায় ট্রাক চাপায় শিশু নিহত, ট্রাকে অগ্নিসংযোগ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

নারায়ণগঞ্জ: চাষাঢ়ায় ট্রাকের চাপায় এক শিশু নিহত ও শিশুটির বাবা-মা আহত হয়েছেন। এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দিয়ে ভাঙচুর করেন।



বুধবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকের ওই ঘটনায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
 
নিহত শিশুর নাম তাবাসসুম ফারিয়া (৩)। আহতরা হলেন- ফারিয়া মা সাথী বেগম (৩০) ও বাবা মিলন হোসেন (৩৫)।

মিলন হোসেন ইসদাইর এলাকায় একটি এনজিওর মাঠকর্মী বলে জানা গেছে।
 
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, তারা তিনজন মোটর সাইকেলযোগে চাষাঢ়ায় এবিসি স্কুলের সামনের আইল্যান্ড ক্রসিংয়ের সময় চাষাঢ়াগামী একটি মালাবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-০৪৭৬) ধাক্কা দেয়। এতে তারা তিনজনই আহত হন।

পরে তাদেরকে নারায়ণগঞ্জ শহরের খানপুরে ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে সেখানে ফারিয়ার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আটক করে আগুন ধরিয়ে দিয়ে ভাঙচুর করে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যান চলাচল শুরু হয়।
 
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।