ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

মিরসরাইয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, জানুয়ারি ২৫, ২০১৬
মিরসরাইয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা

মিরসরাই (চট্টগ্রাম): পারিবারিক কলহের জের ধরে চট্টগ্রামের মিরসরাইয়ে স্বামীর ধারালো দা'র কোপে সাবিতা জলদাস (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ডোমখালী জলদাস পাড়ায় এ ঘটনা ঘটে।



মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বাংলানিউজকে জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্বামী লক্ষণ জলদাসকে আটক করা হয়েছে।

নিহত সবিতা জলদাস সীতাকুণ্ড উপজেলার কুমিরা জলদাস পাড়ার টুলু জলদাসের মেয়ে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, পারিবারিক কলহের জের ধরে দুপুরে লক্ষণ জলদাসের সঙ্গে তার স্ত্রী সবিতা জলদাসের কথাকাটাকাটি হয়। এ সময় লক্ষণ জলদাস ধারালো দা দিয়ে তার স্ত্রীকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই মারা যান সবিতা জলদাস।

অভিযুক্ত লক্ষণ জলদাস পুলিশ হেফাজতে রয়েছে। নিহত সবিতা জলদাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।