ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

বৃহস্পতিবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধান বিচারপতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, জানুয়ারি ১৮, ২০১৬
বৃহস্পতিবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

ঢাকা: জেলা লিগ্যাল এইড অফিস উদ্বোধন করতে আগামী ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) মৌলভীবাজার যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। ওইদিন রাতে তিনি মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নৈশভোজেও অংশ নেবেন।



প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান সোমবার (১৮ জানুয়ারি) সংবাদিকদের জানান, মৌলভীবাজার জেলা লিগ্যাল এইড অফিস উদ্বোধন করতে চিফ স্যার (প্রধান বিচারপতি) ২১ জানুয়ারি মৌলভীবাজার যাবেন।

আইন মন্ত্রণালয়ের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদানের জন্য একটি সংস্থা রয়েছে। এ সংস্থার অধীনে দেশের বিভিন্ন জেলায় লিগ্যাল এইড অফিস রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
ইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।