ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫২, ডিসেম্বর ১২, ২০১৫
রূপগঞ্জে গৃহবধূর মৃতদেহ উদ্ধার

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে লিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।



লিমা আক্তার উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ এলাকার রফিক মিয়ার মেয়ে। স্বামী সোহেল মিয়াকে সঙ্গে নিয়ে পিতলগঞ্জ এলাকায় বসবাস করতেন তিনি।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে নিজ ঘরে লিমা আক্তারের ঝুলন্ত মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ডিসেম্বর ১২,২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।