পদ্মা সেতুর নির্মাণস্থল থেকে ফিরে: স্বপ্নের পদ্মাসেতু আর স্বপ্ন নয়, এবার বাস্তবতায় ফেরার অপেক্ষা। শনিবার (১২ ডিসেম্বর) কাঙ্ক্ষিত এ সেতুর নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই বাস্তবতায় যাওয়ার আগে পদ্মার দু’পাড়জুড়ে দেশি-বিদেশি কর্মীদের নিদারুণ ব্যস্ততা। নির্মাণাধীন সেতু এলাকার কিছু চিত্র তুলে এনেছেন বাংলানিউজের স্টাফ ফটো করেসপন্ডেন্ট খায়রুল আলম রাজিব।
নির্মাণ হবে দীর্ঘ অবকাঠামো। গভীর নদীর বুকে ভেসে এই জাহাজে বিশেষজ্ঞরা করছেন নদীর তলদেশের মাটি পরীক্ষার কাজ।







পদ্মাসেতু নির্মাণে সিমেন্ট সরবরাহ করছে বসুন্ধরা গ্রুপ। অ্যাপ্রোচ রোড, নদী শাসন আর মূল সেতুতে ব্যবহার হবে সব থেকে শক্তিশালী এ সিমেন্ট।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এমআইএইচ/এএ