ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

বর্জ্য ব্যবস্থাপনায় অর্থের সমস্যা হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৭, ডিসেম্বর ১১, ২০১৫
বর্জ্য ব্যবস্থাপনায় অর্থের সমস্যা হবে না তৌফিক-ই-ইলাহী চৌধুরী

ঢাকা: বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেওয়া গেলে অর্থের সমস্যা হবে না। অর্থ যা-ই লাগুক, এতে তরুণ প্রজন্ম সন্তুষ্ট হবে, পরিবেশ দূষণমুক্ত হবে, বাতাস ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।



শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৫ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
 
বর্জ্য থেকে জ্বালা‍নি উৎপাদন বিষয়ক এই সেমিনারের আয়োজন করে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)।

তৌফিক-ই-ইলাহী বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, অনেক সময়ই দেখা যায় কেউ তার ঘরের সামনে ময়লা রাখতে চান না, আবার কেউ কেউ জানলা দিয়ে ময়লা ফেলেন। এটা ঠিক না।

তিনি আনিসুল হকের প্রশংসা করে বলেন, কেউ কেউ তাকে মাস্তান মেয়র হিসেবে আখ্যায়িত করেছেন। ইতিবাচক কাজের ক্ষেত্রে এটা খারাপ না।  

সরকারি বেসরকারিভাবে ঢাকার দুই মেয়রকে সমর্থন দেওয়ার কথাও জানান তিনি।

এ সময় তিনি বিশেষজ্ঞদের পাশাপাশি ময়লা ব্যবস্থাপনার বিষয়ে বর্জ্য সংগ্রহকারী শিশুদের কাছ থেকে গুরুত্বপূর্ণ মতামত পাওয়া যাবে বলেও উল্লেখ করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব (স্থানীয় সরকার বিভাগ) আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসএসসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

সেমিনারে স্রেডা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্মানির বর্জ্য থেকে জ্বালানি বিশেষজ্ঞ ওয়ের্গ ভাগনার।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এইচআর/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।