ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

বাল্যবিয়ে দেওয়ায় কনের বাবার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, ডিসেম্বর ১১, ২০১৫
বাল্যবিয়ে দেওয়ায় কনের বাবার কারাদণ্ড

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিয়ে দেওয়ায় মোজাফফর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে দশ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই মিল্টন এ দণ্ডাদেশ দেন।

পরে, দুপুরে তাকে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

দণ্ডাদেশপ্রাপ্ত মোজাফফর উপজেলার তারাপুর ইউনিয়নের নিজামখাঁ গ্রামের আবুল কাশেমের ছেলে। তার মেয়ে মিনি খাতুন স্থানীয় পুটিমারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাফিল হোসেন বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে রংপুরের পীরগাছা উপজেলার এক যুবকের সঙ্গে গোপনে মেয়ের  বিয়ে দেন মোজাফফর।

সকালে বিষয়টি জানতে পেরে নিজ বাড়ি থেকে মোজাফফরকে আটক করা হয়। পরে তাকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।