ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

কুমিল্লায় ট্রেনের চাকা লাইনচ্যুত

চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৯, ডিসেম্বর ১১, ২০১৫
চট্টগ্রামের সঙ্গে ঢাকা-সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ ফাইল ফটো

কুমিল্লা: কুমিল্লা সদরের রেলওয়ে স্টেশন সংলগ্ন ধর্মপুরে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।



কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বিকেল সোয়া ৪টায় বাংলানিউজকে জানান, উদ্ধারকারী ট্রেন লাকসাম থেকে রওনা হয়েছে। আশা করা হচ্ছে, আধা ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।