ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

সাতক্ষীরায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, ডিসেম্বর ১১, ২০১৫
সাতক্ষীরায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরায় তিন কেজি গাঁজাসহ আব্দুল হামিদ (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাড়দা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আব্দুল হামিদ সদর উপজেলার কুশখালী গ্রামের ওজিয়ার দফাদারের ছেলে।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকে ভাদড়া সড়কে অবস্থান নেয় ডিবি পুলিশ। এ সময় সীমান্ত এলাকা থেকে আব্দুল হামিদ ওই এলাকায় এলে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে পুলিশ।   পরে ব্যাগ থেকে তিন কেজি গাঁজা পাওয়া গেলে তাকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।