ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

৭ দিনের মধ্যে বিচারক পাচ্ছে ঢাকা মহানগর দায়রা আদালতে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, জানুয়ারি ২৫, ২০১৫
৭ দিনের মধ্যে বিচারক পাচ্ছে ঢাকা মহানগর দায়রা আদালতে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা

ঢাকা: আগামী ৭ দিনের মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা(এস কে সিনহা)।

রোববার সকালে ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত স্বরস্বতী পুজা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।



সকাল ১০টায় তিনি ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত পুজা পরিদর্শন করতে আসেন। এ সময় তিনি ঢাকা আইনজীবী সহকারী সমিতি আয়োজিত স্বরস্বতী পুজাও পরিদর্শন করেন।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. মোহসীন মিয়া বাংলানিউজকে বলেন, পুজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি জানতে চান, আইন অঙ্গনে কোন সমস্যা আছে কিনা। জবাবে মোহসীন মিয়া জানান, মহানগর দায়রা জজ আদালতের বিচারকের পদটি খালি পড়ে আছে। সেখানে একজন দ্রুত জুডিশিয়াল বিচারক নিয়োগ দেওয়া দরকার।

এসময় প্রধান বিচারপতি এস কে সিনহা আগামী ৭ দিনের মধ্যে মহানগর দায়রা জজ আদালতে বিচারক নিয়োগ দেওয়া হবে মর্মে তাকে আশ্বস্ত করেন।

গত বছর ৪ ডিসেম্বর সর্বশেষ মহানগর দায়রা জজ হিসাবে মো. জহুরুল হক অবসরে গেলে পদটি শুন্য হয়।

পুজা মণ্ডপ পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টায় তিনি ঢাকা আইনজীবী সমিতি ত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।