ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

দেশব্যাপী ২২৭ প্লাটুন বিজিবি, প্রস্তুত ৭৭ প্লাটুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫১, জানুয়ারি ২৫, ২০১৫
দেশব্যাপী ২২৭ প্লাটুন বিজিবি, প্রস্তুত ৭৭ প্লাটুন ফাইল ফটো

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারাদেশে ২২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে আরো ৭৭ প্লাটুন।



বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মুহসীন রেজা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইতোমধ্যে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে ২০ প্লাটুন বিজিবি সদস্য রাজধানীতে মোতায়েন করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) ভোর থেকে আরো ৬ প্লাটুন বিজিবি রাজধানীতে মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

মুহসীন রেজা জানান, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য ৭৬ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১২৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।

এছাড়া সারা দেশে আরও ৭৭ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৫৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।