ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

নাশকতার বিরুদ্ধে রাস্তায় নামছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৬, জানুয়ারি ২৫, ২০১৫
নাশকতার বিরুদ্ধে রাস্তায় নামছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ-হরতালে বোমাবাজি, নাশকতা ও প্রাণহানির বিরুদ্ধে রাজনৈতিক দলের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠন ও সচেতন মানুষ রাস্তায় নেমে আসছেন।

চলমান নাশকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিভিন্ন সংগঠন ইতোমধ্যে কর্মসূচি ঘোষণা করেছে।

বেশ কিছু সংগঠন ইতোমধ্যেই রাজপথে কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনগুলোর কর্ম সমর্থক ও সচেতন মানুষ রাজপথে অবস্থান নিচ্ছেন। নাশকতার বিরুদ্ধে তারা প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছেন।

আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) সারা দেশের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

এর আগে গত শুক্রবার(২৩ জানুয়ারি) বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে। এদিন বিকেলে নাশকতার বিরুদ্ধে সমাবেশ ও আলোর মিছিল বের করে গণজাগরণ মঞ্চ।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা করেন।

একই সময় প্রেসক্লাবে সহিংসতাবিরোধী মানববন্ধন করে সেক্টর কমান্ডার’স ফোরাম। শুক্রবার বিকেলে সিপিবি ঢাকা কমিটি জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে।

শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে নাশকতার বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়। হোক প্রতিরোধ-এই ব্যানারে শত শত ছাত্র, যুবক সমাবেশে অংশ নেয়।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এর আগে গত ২০ জানুয়ারি রাজধানীর গাবতলীতে এবং ২১ জানুয়ারি মিরপুর ১০ নম্বর গোলচত্বরে শন্তির মিছিল ও সমাবেশ করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১৪ দল আগামী ২৭ জানুয়ারি রাজধানীর পল্পবী ও ২৮ জানুয়ারি মোহাম্মদপুরে শান্তি মিছিল ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। পর্যায়ক্রমে ঢাকার প্রতিটি নির্বাচনী এলাকায় এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ১৪ দল।

গণজাগরণ মঞ্চেরও কর্মসূচি রয়েছে আগামী ২৭ জানুয়ারি। সারা দেশে এই দিন গণঅবস্থান কর্মসূচি পালন করা হবে। জেলা-উপজেলার পাশাপাশি ঢাকায় শাহবাগে ওই দিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি চলবে।  

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পদযাত্রা করবে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি। বিকেল ৩টায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মতিঝিল থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত শান্তির পক্ষে এ পদযাত্রা অনুষ্ঠিত হবে।

১৪ দলের অপর শরিক জাসদের অঙ্গসংগঠনগুলোকে নাশকতার বিরুদ্ধে কর্মসূচি নিয়ে রাস্তায় নামার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে দলটির সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়া জানান।

এদিকে চলমান নাশকতা বন্ধ এবং এসব ঘটনার বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আগামী ২৭ জানুয়ারি সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-বাংলাদেশের সমাজতান্ত্রিক দল(বাসদ)। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ বলেন, সন্ত্রাস, নাশকতা, প্রাণহানি বন্ধসহ ১১ দাবিতে আমরা এ সমাবেশের কর্মসূচি দিয়েছি।

বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।