ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

পলাশবাড়ীতে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৪, জানুয়ারি ২৫, ২০১৫
পলাশবাড়ীতে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা প্রতীকী

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পণ্যবাহী একটি চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



শনিবার (২৪ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ট্রাকের চালক জামালপুর জেলার শেরপুর এলাকার জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, রংপুর থেকে তামাক নিয়ে শেরপুর যাচ্ছিলাম। পথে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার মহেশপুর-ব্র্যাক মোড় এলাকা পার হয়ে শহরে ঢোকার আগে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দূর্বৃত্তরা। এতে ট্রাকের ত্রিপলে আগুন ধরে যায়।

এসময় ট্রাকটি শহরের সাথী সিনেমা হলের সামনে থামিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়। পেট্রোল বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ট্রাকের পেছনের অংশে পড়ায় কম ক্ষতি হয়েছে বলেও জানান চালক জাহিদুল।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০২১৪ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।