ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৪, জানুয়ারি ২৫, ২০১৫
পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, আহত ৩

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে চাল ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাক চাপায় বেশ কয়েকটি দোকান ভেঙেছে ও প্রায় ১০টি দোকান আগুনে পুড়ে গেছে।



পেট্টোল বোমার আঘাতের ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সিরাজুল ইসলাম জানান, রাত ৯টার দিকে বেলপুকুর রেলগেট এলাকায় বিকট শব্দ হয়। এ সময় দৌঁড়ে সেখানে গিয়ে তারা দেখতে পান চাল ভর্তি একটি ট্রাক দোকান ভেঙে খাদে পড়ে আছে।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাক ও সেখানে অবস্থিত প্রায় ১০টি চামড়ার দোকানে আগুন জ্বলতে থাকে। পেট্টোল বোমার আঘাতের পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতর ঢুকে গেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বেল ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ওই ট্রাকের চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

রাজশাহীর পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হাফিজুর রহমান জানান, ট্রাকটি ঠিক কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছে বা আগুন ধরেছে তা বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।