ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে হেরোইন ও ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৬, জানুয়ারি ২০, ২০১৫
খাগড়াছড়িতে হেরোইন ও ইয়াবা উদ্ধার

খাগড়াছড়ি: খাগড়াছড়ি শহরের কলেজগেইট এলাকা থেকে ২শ’ গ্রাম হেরোইন ও ৩৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ওই এলাকার সাজু নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করেন।

এ অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বাহাউদ্দিন।

বাহাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ধংস করা হবে।

এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির মালিক মাদক ব্যবসায়ী সাজু অন্য এক মামলায় বর্তমানে জেল খাটছেন।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।