ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

অল্পের জন্য বেঁচে গেলেন বাসচালক রিপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৭, জানুয়ারি ২০, ২০১৫
অল্পের জন্য বেঁচে গেলেন বাসচালক রিপন

ঢাকা: রাজধানীর আরামবাগে একটি চলন্ত বাসের চালকের মুখ লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রোলভর্তি বোতল ছুঁড়লেও প্রায় অলৌকিকভাবে বেঁচে গেছেন রিপন হোসেন (২১) নামে ওই বাসচালক।

সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে আরামবাগে নটরডেম কলেজের কাছে পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।

তবে রিপনের সারা শরীরে পেট্রোল ছড়িয়েছে। মুখে সাম‍ান্য আঘাত পেয়ে তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঘটনার সত্যতা বাংলানিউজকে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ।

চালক রিপন বাংলানিউজকে জানান, তিনি রাজ‍াসিটি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালক। র‍াতে মতিঝিল থেকে মোহাম্মদপুরের উদ্দেশে রওনা দেন। নটরডেম কলেজ পার হওয়ার পরই আরামবাগ পুলিশ ফাঁড়ির সামনে কয়েকজন যাত্রী নামার পর গাড়ি চালানো শুরু করলে কে বা কারা তাকে লক্ষ্য করে পেট্রোলভর্তি বোতল ছুঁড়ে।

রিপন বলেন, আম‍ার মুখে বোতল লেগে ভেঙে গিয়ে সারা শরীরে মিশে যায়। হয়তোবা বোতলে ম্যাচ মারতে দেরি করেছে, এ কারণে আমি আগুনের হাত থেকে বেঁচে গেছি।

রিপন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার বহরপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। বর্তমানে তিনি পুরনো ঢাকার গেণ্ডারিয়া থানার ধূপখোলা পীর সাহেবের গলিতে থাকেন।

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।