ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

যশোরে বাসে আগুনের মামলায় ১০ আসামি রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, জানুয়ারি ১৯, ২০১৫
যশোরে বাসে আগুনের মামলায় ১০ আসামি রিমান্ডে ছবি: প্রতীকী

যশোর: যশোরে বাসে আগুন দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় ১০ আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ গণি মিয়া সাতদিন করে রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু ইব্রাহিম একদিন করে মঞ্জুর করেন।



যশোর কোর্ট পুলিশের ইন্সপেক্টর রেজাউল হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন- যশোর জেলা বিএনপির সাবেক সভাপতি মৃত শহীদুল আলম চৌধুরী নয়নের ছেলে শুভ্র চৌধুরী ওরফে তোফা (৩২), শহরের বেজপাড়া পূজার মাঠ এলাকার আব্দুল খালেকের ছেলে আশরাফুল ইসলাম (৩০), বস্তাপট্টি এলাকার ফজলে বারীর ছেলে ফজলে রাব্বি মোফাশা (৩৪), বারান্দী মোল্ল্যাপাড়া এলাকার সানোয়ার হোসেনের ছেলে আলী কদর (৩৭), শহরের লোন অফিসপাড়া এলাকার মৃত খোকন নাথের ছেলে সজিব নাথ (২৫), শংকরপুর এলাকার মৃত মমিনুল ইসলামের ছেলে রেজানুল ইসলাম ওরফে রিয়েল (৩০), চুড়িপট্টি এলাকার আবু বক্কর সিদ্দিকীর ছেলে বিপুল সিদ্দিক ওরফে শেখ শহিদুল ইসলাম(৪০), শহরতলীর ঝুমঝুমপুর-বালিয়াডাঙ্গা গ্রামের মৃত শেখ মিরাজুল ইসলাম মানিকের ছেলে সেকেন্দার (৩৫) ও এস্কেন্দার (৩২), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ মধ্যফুলতলা গ্রামের অসিত রাজের ছেলে ও যশোর শহরের ধর্মতলা এলাকার একটি মেসের ছাত্র প্রকৃতি রাজ (২৬)।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।