ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ১৬ কেজি ‘গান পাউডার’ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, জানুয়ারি ১৭, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে ১৬ কেজি ‘গান পাউডার’ উদ্ধার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ:  চাঁপাইনবাবগঞ্জে ১৫ কেজি ৭০০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
 
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে জহুরপুর টেক মাঠ এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।



৯ বিজিবি ব্যাটালিয়নের উপ পরিচালক মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ বিজিবি ব্যাটালিয়নের জহুরপুর টেক বিওপির একটি টহলদল জহুরপুর টেক মাঠ এলাকার সীমান্তে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১৯/৫ এর কাছে পরিত্যক্ত অবস্থায় দু’টি ছোট প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়।  
 
পরে, ব্যাগ দু’টি তল্লাশি করে ১৫ কেজি ৭০০ গ্রাম সাদা ও লাল রং এর গান পাউডার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাউডার রাসায়নিক পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।  
 

চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বজলুল হক বিকেল ৩টার দিকে প্রেস ব্রিফিংকালে জানান, জহুরপুর টেক সীমান্ত থেকে দুই দিনে ৩৩ কেজি ৭’শ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫/ আপডেট- ১৭১০ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।