ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

জাতীয়

মাগুরায় বাসে আগুন, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০৯, জানুয়ারি ১০, ২০১৫
মাগুরায় বাসে আগুন, আহত ১ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধে মাগুরা শহরের ভায়নার মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন বাসের কনডাক্টর রুবেল হোসেন।



শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বাসের কনডাক্টর রুবেল বাংলানিউজকে জানান, রাত ১০টার দিকে তিনি বাসের দরজা লক করে বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। কিছুক্ষণ পর আগুনের আচে তার ঘুম ভেঙ্গে যায়। এ সময়  দ্রুত জানালার কাঁচ ভেঙ্গে বেরিয়ে আসার সময় তিনি আহত হন। তিনি ধারণা করেন জানালার কাঁচ ফাঁকা করে দুর্বৃত্তরা বাসের ভেতরে দাহ্য পদার্থ ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। দ্রুত তা সারা বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবিরসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে জানতে তদন্ত চলছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।

বাংলাদেশ সময় : ০৩০৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।