ঢাকা: পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। রোববার (১৮ মে) বিএসইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, সোমবার (১৯ মে) বেলা ১১টায় রাজধানীর অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দেশের পুঁজিবাজারের সাম্প্রতিক অবস্থা, বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে করণীয় এবং আগের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
এর আগে গত ১১ মে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএসইসি চেয়ারম্যানের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সে বৈঠকে পুঁজিবাজারের উন্নয়নে পাঁচটি দিকনির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। নির্দেশনাগুলোর মধ্যে ছিল— সরকারের মালিকানাধীন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর শেয়ার হ্রাস করে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেওয়া, বেসরকারি খাতের বড় দেশীয় কোম্পানিগুলোকে বাজারে তালিকাভুক্ত করতে উৎসাহ প্রদান ও প্রণোদনা দেওয়ার উদ্যোগ, স্বার্থান্বেষী মহলের কারসাজি ঠেকাতে বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে তিন মাসের মধ্যে বাজার সংস্কার, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বড় ধরনের অর্থ প্রয়োজন এমন প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বন্ড ও ইক্যুইটির মাধ্যমে তহবিল সংগ্রহে উৎসাহিত করার ব্যবস্থা।
সোমবারের বৈঠকে এসব নির্দেশনার বাস্তবায়ন কতটা এগিয়েছে, তা নিয়ে বিস্তৃত আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ধারণা দিচ্ছে। এ ছাড়া সামগ্রিকভাবে বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার ও নিয়ন্ত্রক সংস্থার সমন্বিত উদ্যোগ নিয়েও আলোকপাত করা হতে পারে।
এসএমএকে/এমজে