রাজধানীর খিলগাঁওয়ের তালতলা এলাকায় ‘আপন কফি হাউজ’ নামে একটি কফি শপের সামনে এক তরুণীকে লাঠিপেটা করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুইজন হলেন ওই কফি শপের ম্যানেজার আল-আমিন ও কর্মচারী শুভ সূত্রধর।
সোমবার (১৪ এপ্রিল) তাদের গ্রেপ্তার করে রামপুর থানা পুলিশ। পাশাপাশি ওই কফি শপের মালিক জিয়াউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী তরুণীকে না পাওয়ায় পুলিশ নিজেই একটি মামলা করেছে। পাশাপাশি কফি শপের মালিককেও থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী তরুণীকেও খোঁজার চেষ্টা করছে পুলিশ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওই কফি শপের সামনে এক তরুণীকে লাঠিপেটা করছেন একজন।
পুলিশ বলছে, ঘটনাটি গত ১১ এপ্রিলের। তরুণীকে লাঠিপেটা করা ব্যক্তি ওই কফি শপের কর্মচারী শুভ।
বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৫
এসসি/আরএ