ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

খিলগাঁওয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে একজন খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, এপ্রিল ৮, ২০২৫
খিলগাঁওয়ে মাথায় ইট দিয়ে আঘাত করে একজন খুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় সুমন গাজী (৪৫) নামে একজনকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এজন্য তারই আপন মামা মোস্তফাকে অভিযুক্ত করেছেন স্বজনরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর ৬টার দিকে মেরাদিয়ার মধ্যপাড়া মসজিদ গলিতে এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় সুমনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকালে তাকে মৃত ঘোষণা করেন।  

সুমনের বড় ভাই মো. আলমগীর হোসেন জানান, তারা থাকেন মসজিদে গলির মুক্তারের বাড়িতে। একই গলিতে তার মামা মোস্তফা পরিবার নিয়ে থাকেন। সকালে মামার বাড়ির সামনে তার সঙ্গে সুমনের হাতাহাতি হয়। এক পর্যায়ে মামা মোস্তফা, তার দুই ছেলে, মেয়ে এবং স্ত্রী মিলে সুমনকে ধরে ঘরের ভেতর নিয়ে সেখানে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন। পরে তার মরদেহ গলির মসজিদের পাশে ফেলে রেখে যান তারা। খবর পেয়ে সুমনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমন এক ছেলে ও এক মেয়ের জনক। কারওয়ান বাজারে কাঁচামাল কুড়িয়ে সেগুলো বিক্রি করতেন তিনি। দুই বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। এরপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। তার চলাফেরায় অস্বাভাবিকতা দেখা যায়।  

আলমগীর হোসেন অভিযোগ করেন, আজ সকালে সুমন তার মামা মোস্তফার ঘরের জানালা ভেঙেছেন অভিযোগ করে তাকে খুন করা হয়েছে। এর আগেও সুমনকে তিনি মারধর করেছিলেন।  

চিকিৎসকে বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বাংলানিউজকে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনা তদন্ত করছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।