ক্ষমতার অপব্যবহার করে নিজ নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ১০ কাঠা প্লট আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকসহ আটজনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৪ আগস্ট) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এ বি এম খায়রুল হক সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা প্রধান বিচারপতি হিসেবে বিচার বিভাগের সর্বোচ্চ পদাধিকারী পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্বরত ও বহাল থাকা অবস্থায় নিজ ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও জেনেশুনে সজ্ঞানে পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়া ও অন্যকে লাভবান করার অসদুদ্দেশ্যে ঢাকা শহরে দুই নম্বর শিক্ষা সম্প্রসারণ সড়ক, নায়েম রোড, ঢাকায় পৌনে ১৮ কাঠা জমির ওপর ছয়তলা বাড়ি থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য সম্বলিত হলফনামা দাখিল করে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান এক নম্বর সেক্টরের ১০২ নম্বর রোডের চার নম্বর প্লট নিজ নামে বাস্তব দখলসহ রেজিস্ট্রিমূলে গ্রহণ করে নিজ নামে রেজিস্ট্রিমূলে বাস্তব দখলসহ গ্রহণ করে এবং প্রতারণামূলক অবৈধ পারিতোষিক গ্রহণ ও প্রদান ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ এবং বেআইনি অনুগ্রহ প্রদর্শনের মাধ্যমে বর্ণিত আসামিরা পরস্পর যোগসাজশে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৬১/১৬৩/৪০৯/৪২০/১০৯ ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় দণ্ডযোগ্য অপরাধ করায় আট জনের নামে মামলা করেছে দুদক।
মামলার আসামিরা হলেন, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক, সাবেক রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা, রাজউকের সদস্য আ.ই.ম গোলাম কিবরিয়া, মো. আবু বক্কার সিকদার, মো. আনোয়ারুল ইসলাম সিকদার, আখতার হোসেন ভূইয়া, এম মাহবুবুল আলম এবং নাজমুল হাই।
এসএমএকে/এএটি