ঢাকা: স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন ঘটানো জুলাই গণঅভ্যুত্থান দিবস আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট)। এ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে নানা আয়োজন থাকছে।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বেলা ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে অনুষ্ঠানমালা। এতে অংশ নেবেন দেশসেরা শিল্পীগোষ্ঠী ও সংগীত দল, থাকবে ভিজ্যুয়াল শো ও আলো-আবহের আধুনিক ব্যবস্থাপনা।
অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে ব্যাপক জনসমাগম এবং যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ এবং বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
সোমবার (৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে যান চলাচল নিয়ন্ত্রণ ও বিকল্প পথ ব্যবহারের এ নির্দেশনা দেওয়া হয়।
আড়ং ক্রসিং (মানিক মিয়া অ্যাভিনিউ পশ্চিম প্রান্ত)
উত্তর দিক (মোহাম্মদপুর/মিরপুর) থেকে আসা যানবাহনগুলো আড়ং ক্রসিংয়ে বামে না ঘুরে সোজা ধানমন্ডি-২৭ হয়ে চলবে।
দক্ষিণ (সায়েন্স ল্যাব) থেকে আগত গাড়িগুলো সোজা উত্তরে গিয়ে গণভবন ক্রসিং থেকে ডানে ঘুরে লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিং হয়ে চলাচল করবে।
খেজুর বাগান ক্রসিং (পূর্ব প্রান্ত)
ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে লেক রোড–গণভবন ক্রসিং দিয়ে যেতে হবে।
এছাড়া, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
ফার্মগেট ক্রসিং
ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউমুখী যান চলাচল নিষিদ্ধ থাকবে। যানবাহনগুলো বিজয় সরণি ঘুরে বিকল্প পথে চলবে।
গণভবন ক্রসিং
উত্তর দিক থেকে ফার্মগেট/সোনারগাঁওগামী যানবাহন লেক রোড–উড়োজাহাজ ক্রসিং হয়ে যেতে পারবে। মোহাম্মদপুর দিক থেকে আসা গাড়িগুলোকে গণভবন ক্রসিং ঘুরে চলাচল করতে বলা হয়েছে।
সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক
আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত সড়কটিও বিকল্প পথ হিসেবে ব্যবহারের জন্য সুপারিশ করা হয়েছে।
পার্কিং নির্দেশনা
অনুষ্ঠানে নিজস্ব বা ভাড়াকৃত যানবাহনে আগত দর্শনার্থীদের জন্য পার্কিংয়ের স্থান নির্ধারণ করা হয়েছে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে।
ডিএমপির বিশেষ অনুরোধ
যানজট ও ভোগান্তি এড়াতে জাতীয় সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সড়কগুলো এড়িয়ে চলার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি। এছাড়া, উল্লিখিত বিকল্প পথ ও ডাইভারশন নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে সব যানবাহন চালক ও পথচারীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে তারা।
সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই এলাকায় চলাচলকারী যাত্রী ও চালকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। অনুষ্ঠানস্থলে আগত সবাইকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা মেনে চলারও আহ্বান জানানো হয়েছে ডিএমপির গণবিজ্ঞপ্তিতে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন ঘটে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের। ওই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তীব্র জনরোষ থেকে বাঁচতে পালিয়ে ভারতে চলে যান।
তারপর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত এ সরকার এরই মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে। মঙ্গলবারের অনুষ্ঠানে তা পাঠ করা হবে।
এজেডএস/এমএমআই/এইচএ/