ঢাকা, সোমবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

জাতীয়

অহ নওরোজের কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৬, আগস্ট ৪, ২০২৫
অহ নওরোজের কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন

রোববার সন্ধ্যায় রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সাহিত্যের অনুরণনে মুখর এক আয়োজনে পাঠ-উন্মোচিত হলো কবি অহ নওরোজের নতুন কাব্যগ্রন্থ ‘সান্ধ্যসনেটসমূহ’। কলকাতার অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত বইটির মূল্য ধরা হয়েছে ২০০ ভারতীয় টাকা।

অনুষ্ঠানটি পরিণত হয় এক আত্মীয় সাহিত্যিক সম্মিলনে, যেখানে উপস্থিত ছিলেন বাংলা কবিতার প্রাজ্ঞ ও নবীন কণ্ঠসমূহ। উদ্বোধনী পর্বে তরুণ কবি নীলিমা নূর বইটি থেকে একটি সনেট পাঠ করেন, যার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয় বইয়ের পাঠ-উন্মোচন।

কবিতায় বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত রেজাউদ্দিন স্টালিন, প্রাবন্ধিক-গল্পকার চঞ্চল আশরাফ, কবি ও চিত্রশিল্পী শামসেত তাবরেজী, অনুবাদক কবির চান্দ, লেখক ও প্রকাশক ষড়ৈশ্বর্য মুহম্মদ, প্রকাশক মারুফ হোসেন এবং কবি জাহিদ সোহাগসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জাহিদ সোহাগ বলেন, এই বইয়ে আমরা কেবল অমিত্রাক্ষর ও অক্ষরবৃত্ত দেখবো। তবে প্রচলিতচারটি ছন্দই কেবল নয়, সংস্কৃত মন্দাক্রান্তা ও তোটক ছন্দ নিয়েও অহ নওরোজের চর্চা এবং পারদর্শিতা রয়েছে।  

ষড়ৈশ্বর্য মুহম্মদের স্বাগত বক্তব্যের পর আলোচনায় কবির চান্দ বিশ্লেষণ করেন অহ নওরোজের কবিতায় শব্দ ও ছন্দের জাদুকরি প্রয়োগ। কবিতার ছন্দচর্চা প্রসঙ্গে রেজাউদ্দিন স্টালিন বলেন, নামেই বোঝা যাচ্ছে বইটি সনেটের। অহ নওরোজের মতো তরুণ কবিরা ছন্দ চর্চা করছে এটা বাংলা কবিতার জন্য ভালো লক্ষণ। এখন বাংলাদেশে অনেক কিছুর সংস্কার চলছে। কিন্তু সংস্কৃতির কোনো সংস্কার হচ্ছে না। আমাদের সংস্কৃতি অঙ্গনকেও সংস্কার করা প্রয়োজন।

তিন পর্বে বিভক্ত এই অনুষ্ঠানের দ্বিতীয় অংশে ছিল ‘এই সময়ের কবিতা: রূপ-রূপান্তর’ শিরোনামে একটি সাহিত্য-আলোচনা পর্ব। যেখানে চঞ্চল আশরাফ ও শামসেত তাবরেজী এই সময়ের বাংলা কবিতার ধারা, বিকাশ ও ভাষাব্যবহার নিয়ে আলোকপাত করেন। আর সমাপনী পর্বে শ্রোতারা উপভোগ করেন এই সময়ের প্রতিনিধিত্বশীল কবিদের কবিতাপাঠ।

কবি অহ নওরোজের জন্ম যশোর জেলার অভয়নগরে। একসময় ঢাকা কেন্দ্রিক সম্পাদনার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তিনি বার্লিনের হুমবোল্ট বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক ভাষাতত্ত্ব ও জার্মান সাহিত্য বিষয়ে অধ্যয়নরত। তার পূর্ববর্তী কাব্যগ্রন্থ ‘অতিলৌকিক কবিতাসমূহ’ (জার্মান-বাংলা দ্বিভাষিক) ও ‘কম্বুরেখপদাবলি’ সাহিত্যপ্রেমীদের মধ্যে সমাদৃত হয়েছে। তিনি ২০২১ সালে পেন বাংলাদেশ সাহিত্য পুরস্কারে ভূষিত হন।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।